আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এটা অনেক বড় কোনো কাজ নয়, বরং ছোট্ট একটি অভ্যাস।
নবী করীম (সা.) বলেছেন, "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।" — (সহিহ বুখারী, হাদিস নং ৬৪৬৫)
অর্থাৎ, একদিনে ১০০ রাকাত নফল নামাজ পড়ে পরের এক মাস খবর না থাকার চেয়ে, প্রতিদিন নিয়ম করে মাত্র ২ রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। প্রতিদিন সামান্য দান করা বা প্রতিদিন মাত্র ১টি আয়াত তিলাওয়াত করা আপনার জীবন বদলে দিতে পারে।
দাওয়াহ ছড়িয়ে দিতে আমাদের সাথী হোন। হাদিসটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করে সওয়াবের অংশীদার হন।
Comments
Post a Comment