জীবন কি খুব কঠিন মনে হচ্ছে এই গল্পটি আপনার জন্য! 😰

একবার এক যুবক এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে অভিযোগ করল, "হুজুর, আমার জীবনে শুধু বিপদ আর সমস্যা। আমি আর ধৈর্য ধরতে পারছি না।" বৃদ্ধ লোকটি যুবকটিকে একটি গ্লাসে এক মুঠো লবণ গুলে খেতে বললেন। যুবকটি এক চুমুক দিয়েই মুখ কুঁচকে বলল, "উফ! এটা ভীষণ তিতো এবং নোনতা, খাওয়া অসম্ভব!" এরপর বৃদ্ধ লোকটি যুবকটিকে নিয়ে একটি বিশাল পরিষ্কার হ্রদের ধারে গেলেন। তিনি আবারও এক মুঠো লবণ হ্রদের পানিতে ফেলে দিলেন এবং যুবকটিকে বললেন হ্রদের পানি পান করতে। যুবকটি তৃপ্তি ভরে পানি পান করল। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, "এখন কি লবণের তিতো স্বাদ পাচ্ছ?" যুবক হাসিমুখে বলল, "না হুজুর, এটা তো অনেক মিষ্টি আর শীতল।" বৃদ্ধ যুবকটির মাথায় হাত রেখে বললেন: "বৎস, জীবনের কষ্টগুলো লবণের মতোই। কষ্টের পরিমাণ একই থাকে, কিন্তু তুমি সেই কষ্টটাকে কোথায় রাখছো সেটাই আসল। যদি তোমার মনটা গ্লাসের মতো ছোট হয়, তবে সামান্য কষ্টও তিতো লাগবে। আর যদি তোমার অন্তরটা সবর বা ধৈর্যের মাধ্যমে হ্রদের মতো বিশাল করো, তবে কোনো কষ্টই তোমার জীবনের মিষ্টতা কেড়ে নিতে পারবে না।" #SpiritOfIslam #IslamicStory #Sabr #ধৈর্য #সবর #IslamicReminders #LifeLesson #ShortsBangladesh #Faith #MuslimUmmah #Motivation #BengaliIslamicPost


 

Comments