এই ছোট কাজটাও কি ইবাদত হতে পারে?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“প্রত্যেক ভালো কাজই সদকা।” সহিহ বুখারী ও মুসলিম (ভাবার্থ)
দীনের আলো...
একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ানো অন্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পারাপারে সাহায্য করছে, একজন অন্ধ মানুষকে নিরাপদে রাস্তা পার করে দেওয়াটাও একটা সদকা।
কারো কষ্ট লাঘব করা,কারো চোখ হয়ে দাঁড়ানো—এটাও আল্লাহর কাছে সদকা।
✨ আজ আপনি সাহায্য করুন 🤲 কাল আল্লাহ সাহায্য করবেন
এই বার্তাটি ভালো লাগলেলাইক 👍 কমেন্ট 💬 শেয়ার 🔁 করুনযাতে অন্যরাও শিখতে পারে
#ইসলাম #সদকা #দয়া #Hadith #IslamicShorts #Humanity #SpiritOfIslam
Comments
Post a Comment